পাবনার আটঘরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া উপজেলা নাদুড়িয়া চৌরাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে থেকে তাদের আটক করা হয়। পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো– পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আব্দুল মতিন ও আটঘরিয়া উপজেলার চাঁদভা সঞ্জয়পুর কামাড়পাড়া আব্দুল কালামের ছেলে কাউসার আলী। পাবনা খ সার্কেল
ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার নাদুড়িয়া চৌরাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে খিদিরপুর বাজার হতে দাশুড়িয়া গামী সিএনজি তল্লাসির পরিচালানার সময় যাত্রী সেজে বসে থাকা মাদক ব্যবসায়ী আব্দুল মতিন ও কাউসারের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিএনজি জব্দ কার হয়। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে আটঘরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন