ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে স্বামীর ছুরিঘাতে রিনা বেগম (৩০) নামে এক  পোষাক কারখানার কর্মী নিহত হয়েছেন। রবিবার (২ জুন) সকাল ৭ টার দিকে ইপিজেডে কর্মস্থলে আসার পথে পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম (২৯) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জ পৌর শহরের বাসুনিয়া পট্রির শুকুর আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী ।

মৃত রিনা বেগম ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামের একটি পোষাক তৈরির কারখানায় কর্মী ছিলেন। ছুরিকাঘাতে পর নিহতের স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মিলন হোসেন নেশায় আসক্ত ছিল। এ নিয়ে দু’জনের মনোমালিন্যের জের ধরে দু’বছর ধরে আলাদা থাকছেন। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা এটি জানা যায়নি। মিলন প্রায়ই বাঘইলে ভাড়া বাড়িতে এসে রিনা বেগমকে উত্যক্ত করতো। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডে যাওয়ার পথে বাঘইল পশ্চিমপাড়ায় রিনার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মিলন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রিনা বেগম মারা যায়।

পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাতক মিলনকে আটক করা হয়েছে। রিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads