পাবনায় ৩ জন নিহত, গুলিবিদ্ধ ৩৪ » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ৩ জন নিহত, গুলিবিদ্ধ ৩৪

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৪ জন গুলিবিদ্ধসহ আরো ৫০জন আহত হয়েছেন। নিহতরা হলেন, পাবনা এ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭), সদর উপজেলার চর বলরামপুরের এলাকা বাসিন্দা ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২১), হাজিরহাট ব্রজনাথপুরের বাসিন্দা যুবলীগ কর্মী মাহবুবুর রহমান (২২)। ৩ জন নিহতের বিষয়টির নিশ্চিত করেছেন পাকবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক রফিকুল হাসান।
রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পাবনা ট্রাফিক মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদের নেতৃত্বে একদল দূর্বৃত্ত শিক্ষার্থীদের উপর অতর্কিত গুলিবর্ষণ করে। এসময় দু’পক্ষের সংঘর্ষে ৩৭ জন গুলিবিদ্ধ হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুদ্ধ ছাত্ররা আওয়ামী লীগ নেতা আবু সাঈদের গাড়ি পুড়িয়ে দেয়।
পরে পুলিশ পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনা শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, শুনেছি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads