শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ঈশ্বরদীর মহিলা ভাইস চেয়ারম্যান » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

 শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ঈশ্বরদীর মহিলা ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী উপজেলা পরিষদ কার্যালয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মহিলা ভাইস চেয়ারম্যানে উপজেলা পরিষদে প্রবেশের খবর পেয়ে পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান নিলে শিক্ষার্থী সেখানে গিয়ে তার পদত্যাগ দাবি করেন। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। শিক্ষার্থীদের দাবির মুখে এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান লিখিত পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন।
শিক্ষার্থীরা  জানান, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী পৌর শহরের রেলগেটে আওয়ামী লীগের নেতাকর্মীদেও সঙ্গে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীদের মোবাইল কেড়ে নেওয়াসহ হয়রানি করেন। তার এ পদে থাকার কোন যোগ্যতা নেই। তাই শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানিয়েছে।
ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ পত্র পেয়েছি। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে নিকট প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads