ফেসবুকের নতুন ফিচার ব্যবহার করবেন যেভাবে - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাশনিবার , ১৪ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের নতুন ফিচার ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
আগস্ট ১৪, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তথ্য আদান প্রদানে গুগলকে সঙ্গী করে আগেও গ্রাহক সুবিধার্থে অনেক পদক্ষেপ নিয়েছে। আবারও করছে। চলতি বছরের শুরুতে ট্রান্সফার ইয়োর ইনফরমেশন শুরু করেছিল তারা। যার মাধ্যমে ফেসবুকের বিভিন্ন তথ্য ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারতো।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল ব্যবহারকারীরা তাদের যাবতীয় পোস্ট এবং নোটস, গুগল ডক্স, ব্লগার, ব্যাকব্লেজ, ড্রপবক্স, গুগল ফটোজ, কুফ্র এবং ওয়ার্ডপ্রেসে স্থানান্তরিত করতে পারবে।

এরপর আজ ফের ফেসবুকের পক্ষ থেকে আরও একটি বড় ঘোষণা আসলো। যেখানে জানানো হয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা তাদের তথ্য গুগল ক্যালেন্ডারে এবং ফটোবাকেটে স্টোর করে রাখতে পারে।

ফেসবুক কর্তৃপক্ষ জনিয়েছে, ‘এই নতুন ফিচারগুলো এনে আমরা খুবই আনন্দিত। ওই নতুন আপডেটের সঙ্গে ব্যবহারকারীরা তাদের নিজেদের প্রোফাইল আরও নিয়ন্ত্রণে রাখতে পারবে।’ পাশাপাশি ফেসবুক ইভেন্টস চালু করা হচ্ছে।

এবার জেনে নিন ফেসবুকের নতুন ফিচার্সগুলো ব্যবহার করা পদ্ধতি-

প্রথম ধাপ: ফেসবুক অ্যাপ চালু করতে হবে।

দ্বিতীয় ধাপ: অ্যাপের সেটিংস অপশনে যেতে হবে।

তৃতীয় ধাপ: অ্যাপ ব্যবহারকারীর যাবতীয় তথ্য দেখা যাবে নিচে। সেখানে স্ক্রল ডাউন করে যেতে হবে।

চতুর্থ ধাপ: ট্রান্সফার অ্যা কপি অফ ইয়োর ইনফরমেশন অপশনে ক্লিক করতে হবে।

পঞ্চম ধাপ: নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

ষষ্ঠ ধাপ: কোথায় তথ্য ট্রান্সফার করা হবে তার ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। যেমন, গুগল ক্যালেন্ডার।

সপ্তম ধাপ: কী কী ট্রান্সফার করা হবে তার অপশনে ক্লিক করতে হবে।

অষ্টম ধাপ: কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সিলেক্ট করতে হবে।

নবম ধাপ: নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং তারপর কানেক্ট অপশনে ক্লিক করতে হবে।

দশম ধাপ: গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

একাদশ ধাপ: তারপর কনফার্ম করলেই সব তথ্য গুগলে স্টোর হবে।

নতুন ফিচারের এই সুবিধা পেতে কোনো সমস্যা হলে ফেসবুক অ্যাপটি আপডেট করা যেতে পারে। এতে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team