‘সাইবারডগ’ আনছে শাওমি - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীশনিবার, ১৪ আগস্ট ২০২১


‘সাইবারডগ’ আনছে শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
আগস্ট ১৪, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চার পা বিশিষ্ট নতুন রোবট নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ‘সাইবারডগ’ নামের রোবটটি কারিগরিতে মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সুপার কম্পিউটারখ্যাত এনভিডিয়ার জেটসন জাভিয়ের এনএক্স।

শাওমি জানিয়েছে, ১১টি সেন্সর রয়েছে সাইবারডগে। রোবটটি যেন স্পর্শ অনুভূতি সম্পন্ন হয় এজন্য থাকছে বিশেষ ফিচার। এছাড়া প্রয়োজন মতো ক্রিয়া-প্রতিক্রিয়া জানাতে থাকছে জিপিএস এবং ক্যামেরা রয়েছে।

সাইবারডগ প্রয়োজন মতো কাউকে অনুসরণ এবং প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে পারবে। এ ছাড়া অঙ্গভঙ্গি শনাক্ত বা মানব মুখও চিনবে এটি। ফলে একদল ব্যক্তির মধ্য কাঙ্ক্ষিত জনকে চিনে নিতে পারবে। প্রাথমিকভাবে এক হাজার সাইবারডগ ছাড়বে শাওমি। দাম পড়বে এক হাজার ৫৪০ ডলার।