পাকশীতে মানুষের চাপ সইতে না পেরে শুটিং ফেলেই ঢাকায় ফিরলেন অপু বিশ্বাস » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

পাকশীতে মানুষের চাপ সইতে না পেরে শুটিং ফেলেই ঢাকায় ফিরলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২১ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

অপু বিশ্বাসের শুটিংয়ের খবর শুনে পাকশী এলাকায় জনতার ঢল নেমেছে। হাজার হাজার মানুষ ভিড় করেছে তাদের শুটিং সেটের চারপাশে। ফেসবুক লাইভে এসে অপু নিজেই সেই দৃশ্য দেখিয়েছেন। তবে জনতার চাপে সেখানে আর শুটিং করা সম্ভব হয়নি।
সোমবার ক্যামেরা ক্লোজ করেই ঢাকায় ফিরেছেন ছবির নায়ক জয় চৌধুরী ও অপু বিশ্বাস। তবে তাদের ১০ অক্টোবর পর্যন্ত পাবনায় থাকার কথা ছিল।

এই বিষয়ে জয় চৌধুরী বলেন, পর্যাপ্ত পুলিশি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও শুটিংয়ের পরিবেশ না থাকায় ক্যামেরা ক্লোজ করেই ফিরছি। কারণ, অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য পুরো শুটিং ইউনিট ঘিরে ফেলে স্থানীয়রা। এতে স্বাভাবিকভাবে কাজ করা বিঘ্ন হয়ে পড়ে।

এ নায়ক আরও বলেন, ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ করব। আর পাবনায় যে কাজগুলো হওয়ার কথা ছিল তা ঢাকার আশপাশে মনোরম কোনো লোকেশনে করার সিদ্ধান্ত হয়েছে।

প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী। সিনেমার নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। সিনেমাটির ৭০ ভাগ কাজ আগেই শেষ হয়েছিল। বাকি অংশের দৃশ্যধারণ হচ্ছে পাবনায়।

এই সিনেমায় অপু বিশ্বাস ও চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads