ঈশ্বরদীর জয়নগরে পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল ও হাইয়েচ এর মূখোমূখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ২ জন এবং ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ঈশ্বরদীর রূপপুর মোড়ের লালনের পুত্র ইব্রাহিম (২৫), জহুরুলের পুত্র জয় (২৬)।নিহত অপরজনের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জানায়, দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেলটির সাথে রূপপুর পারমাণবিকের অর্গানষ্ট্রয়ের একটি হাইয়েচ এর মূখোমূখি সংঘর্ষ হয়। বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে । নিহত ৩ তরুণই মোটরসাইকেলের আরোহী। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঈশ্বরদী হাসপাতালের জরুরী বিভাগের ডিউটি অফিসার ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি এ্যম্বুলেন্সে নিহত ৩ জনকে হাসপাতালে আনা হয়।লাশ এখনো হাসপাতালেই আছে।