দিনাজপুরের স্বপ্নপুরীতে বেড়ানো শেষে মটর সাইকেলে চড়ে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈশ্বরদীর নতুন হাট গোলচত্বরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা গেলেন মটর সাইকেল চালক ইব্রাহিম হোসেন (২০)। অপর দুই বন্ধু বকুল হোসেন (২০) ও ইমন হোসেন (১৯) গুরুতর অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত ইব্রাহিম হোসেন যশোরের শার্শা উপজেলার উলাসি বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রফিকুল ইসলাম জানান, দিনাজপুরের স্বপ্নপূরী বেড়ানো শেষে সোমবার (৮ নভেম্বর) বাড়িতে ফিরছিল তিন বন্ধু। ভোর আনুমানিক ৪টার দিকে লালন শাহ সংযোগ সড়কের নতুন হাট গোল চত্বরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক ইব্রাহিম মারা যায়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়। স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিয়ে উদ্ধারকর্মীরা দুইজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়
। নিহত ইব্রাহিমের স্বজনদের খবর পাঠানো হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে এখনও পর্যন্ত চিহিৃত করতে পারিনি পুলিশ।এ ব্যাপারে সড়ক দূর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত হয়েছে।