ঈশ্বরদীর সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন নির্বাচন অফিসার।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
নির্বাচন অফিসার জানান, মনোনয়ন অবৈধ ঘোষিত সকল প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন। এতে মনোনয়ন বৈধ হলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন। আপিলে মনোনয়ন আবারো অবৈধ ঘোষিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৫৮ জন ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ঈশ্বরদীর ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন