ঈশ্বরদীতে আওয়ামী লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীরবিবার, ১৪ নভেম্বর ২০২১


ঈশ্বরদীতে আওয়ামী লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, লক্ষীকুন্ডা ইউনিয়নের বিদ্রোহী আনিস মোল্লা, সাহাপুর ইউনিয়নের এখলাক হোসেন বাবু এবং সা্ড়াঁ ইউনিয়নের জুয়েল চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব বিশ্বাস জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তিন ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থিদের বহিস্কার করা হয়েছে।
সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, দলীয় শৃংখলা ভংগের অপরাধে দলের সকল পর্যায়ের পদ ও পদবী থেকে এই বিদ্রোহী প্রার্থিদের বহিস্কারের সিদ্দান্ত গ্রহন করা হয়েছে। আওয়ামী লীগ ও কোন অংগ সংগঠনের সাথে বিদ্রোহী প্রার্থীদের আর কোন সম্পর্ক নেই।
সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আকরাম হোসেন, হবিবুল ইসলাম হব্বুল, সাহাব উদ্দিন, লক্ষীকুন্ডার প্রার্থি আনিসুর রহমান শরীফ, জেলা কমিটির বশির আহমেদ বকুল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশীর সাইফুল আলম বাবু মন্ডল, সাঁড়ার জমসেদ আলী সরদার, সাঁড়া প্রার্থি এমদাদুল হক রানা সরদার, সাহাপুরের প্রার্থী আকাল উদ্দিন সরদার, আতিয়ার রহমান ভোলা, ছলিমপুরের প্রার্থী আব্দুল মজিদ বাবলু মালিথা, আ’লীগ নেতা আব্দুল কাদের, পাকশী ইউপির বিনা প্রতিদ্বন্দ্বিতায নির্বাচিত নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস , মুলাডুলির কামাল হোসেন মিঠু প্রমূখ।