বিজয়ে সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ঈশ্বরদীতে পিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়। শনিবার (১ জানুয়ারি) রাত ৮ টায় সলিমপুর ইউনিয়নের মিরকামারী দক্ষিন পাড়ায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
যুবলীগ নেতা ও ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহবায়ক তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা।
ছলিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলিমপুর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম মালিথা, ইউপি সদস্য সূবর্না আক্তার শাপলা, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ফকির, সমাজ সেবক নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আব্দুল বারি প্রামানিক,যুবনেতা রাজন ইসলাম মাঈনুল, ছলিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা কামাল বিশ্বাস, সোহেল বিশ্বাস, জসিম বিশ্বাস, রাকিবুল ইসলাম রকিব প্রমুখ।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠান পরিচালনা করেন সুমন আহম্মেদ। ফাইনাল খেলায় ত্বীহা বিশ্বাস স্পোর্টিং ক্লাব ও আগুয়ান স্বেচ্ছাসেবী ক্রিয়া সংস্থা অংশগ্রহন করে। বিজয়ী দল ত্বীহা বিশ্বাস স্পোর্টিং ক্লাবে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্ণামেন্টে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন তানজীদ হাসান (হৃদয়) ও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন নিশান আহম্মেদ।