ঈশ্বরদী পাবনা মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী পাবনা মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী  পাবনার টেবুনিয়ায় বালু ভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরজু খাঁ (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঈশ্বরদী পাবনা  মহাসড়কের টেবুনিয়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজু পাবনা সদরের গাঁছপাড়া এলাকার আব্দুর রাজ্জাক মধু খাঁর ছেলে। তিনি সদরের দিসা লাইব্রেরিতে চাকরি করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল হক জানান, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল ছিল। দুটি বালু ভর্তি ড্রাম ট্রাকের একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আরজু চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যান্যল জানান, পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads