ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবৃহস্পতিবার, ৫ মে ২০২২


ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক
মে ৫, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ৫ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় লালন শাহ সেতু সংযোগ সড়কের চাঁদ আলী মোড়ে একটি পিকআপ ভ্যানকে মটরসাইকেল অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মটর সাইকেল চালক ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চর-মিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মেহেদী হাসান (২০) । পিকআপ ভ্যানের হেলপার (নাম জানা যায়নি)।

পাকশী হাইওয়ে পুলিশের এস আই বেলাল জানান, তরমুজ বোঝায় একটি পিকআপ ভ্যানকে মটর সাইকেল চালক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পরে ঘটনাস্থলে মটর সাইকেল চালক মেহেদি হাসানের মৃত্যু হয় । এসময় পিছনে থাকা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপারের মৃত্যু হয় । হেলপারের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি। এসময় পিকআপের উপরে থাকা দুইজন ও মটর সাইকেলে থাকা একজনসহ তিনজন আহত হয়। ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ কিন্তু চালক পালিয়েছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সার্নাল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।