ঈশ্বরদীতে দুইটি ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ও একটি তৈরি পোষাক বিক্রির দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর।
সোমবার (২৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী শহরের স্টেশন রোডে সুপ্ত স্বর্ণা ইলেকট্রনিক্সে অভিযান চালিয়ে নির্ধারিত মুল্যের চেয়ে বেশি মূল্য পণ্যসামগ্রী বিক্রির অভিযোগ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে স্টেশন রোডের এসি গ্যালারীকে ১০ হাজার টাকা ও বাজারের মনির প্লাজায় তৈরি পোষাক বিক্রেতা প্রতিষ্ঠান নবীন ফ্যাশানে বিক্রির অনুমতি নেই এমন ব্যান্ডের পোষাক বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন