করোনায় আরও ৯ জনের মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আরও ৯ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক
জুলাই ১২, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২১২ জন।

এদিকে, এ সময়ের মধ্যে ৬৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন।

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

২৪ ঘণ্টায় সংগ্রহ করা চার হাজার ৭৯৯টি নমুনার মধ্যে চার হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয় । পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সাত জনই ঢাকার। অন্য দুজনের একজন চট্টগ্রামের, আরেকজন ময়মনসিংহের। তাদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads