রাজশাহী মেডিকেলে করোনায় ফের মৃত্যু বেড়েছে - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মেডিকেলে করোনায় ফের মৃত্যু বেড়েছে

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন মারা যায় ৪ জন। এটি ছিল তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু।

শনিবার (২৮ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান৷

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন নয় জন। এ নিয়ে ৪১৮টি ডেডিকেটেড বেডের বিপরীতে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি রোগী আছেন ১৭৭ জন। এছাড়া আগের দিন রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে বর্তমানে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team