জাতীয় বৃক্ষরোপন পুরস্কার পেল ঈশ্বরদী পৌরসভা » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

জাতীয় বৃক্ষরোপন পুরস্কার পেল ঈশ্বরদী পৌরসভা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বৃক্ষরোপনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯ পেল ঈশ্বরদী পৌরসভা। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকার আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসাইন চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিনুন নাহার এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড.ফারহিনা আহমেদ।

মেয়র ইছাহক আলী মালিথা  জানান, ঈশ্বরদী পৌরসভা দীর্ঘদিন যাবৎ বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বৃক্ষরোপনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় বৃক্ষরোপন পুরস্কার অর্জনে পৌরসভার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আগামীতে বৃক্ষরোপনসহ পরিবেশ বান্ধব নানা কার্যক্রম আরো জোরদার করা হবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads