ঈশ্বরদীতে একুশে আগস্ট নানা কর্মসূচিতে পালন করছে আ.লীগ » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে একুশে আগস্ট নানা কর্মসূচিতে পালন করছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত  হচ্ছে। এ উপলক্ষে রবিবার (২১ শে আগস্ট) ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকাল ৮ টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোডে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।
এরপর পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক আলী মালিথা, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন,  উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহাজাবিন শিরিন পিয়া, নারী নেত্রী পারভিন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌফিকুজ্জামান রতন মহলদার, সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নায়েক কাদের প্রমুখ।

পরে স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবমহিলা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সজীব মালিথা, যুগ্ম আহবায়ক আহসান হাবীব জিতু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আজ বিকাল সাড়ে ৫টায় গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা আ’লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়।
হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিন্তু গ্রেনেডের আঘাতে নিহত হন দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন। আহত হন আরো প্রায় ৫ শতাধিক। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads