ঈশ্বরদীতে এক কেজি গাঁজাসহ মোখলেছুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২১আগষ্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। মোখলেছুর রহমান জগন্নাথপুর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে যানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে মোখলেছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোখলেছুর রহমানকে পুলিশ আটক করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনির্চাজ ( ওসি) অরবিন্দ সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, মোখলেছুর একটি চিহিৃত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
বিজ্ঞাপন