ঈশ্বরদীতে জুয়েলার্সের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ » Itihas24.com
ঈশ্বরদী২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জুয়েলার্সের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর বাজারের চাঁদ আলী মোড়ে রত্মা জুয়েলার্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানের মালিক উজ্জ্বল কর্মকার আহত হয়েছে।

সোমবার ( ৮আগষ্ট) দুপুর ১ টায় সোনার গলানোর কাজে ব্যবহৃত মিনি গ্যাস সিলিন্ডার (২০০ মিঃ লি) বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহত উজ্জ্বল কর্মকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। সে শহরের পূর্ব নূরমহল্লা এলাকার বলাই চন্দ্র কর্মকারের ছেলে।

পাশ্ববর্তী দোকানদাররা জানান, উজ্জ্বল কর্মকার সোনা গলানোর কাজে ব্যবহৃত মিনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। পাশাপাশি স্বর্ণালংকার বিক্রি ও তৈরির কাজ করতেন। সোমবার দুপুর ১টার দিকে দোকানে ভিতরে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর দোকানে থাকা শতাধিক মিনি গ্যাস সিলিন্ডারের একসঙ্গে বিস্ফোরণ ঘটে দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিস্ফোরণে আশপাশের দোকানের বৈদ্যুতিক পুড়ে গেছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মুন্ডু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর বিদ্যুতের তারের সঙ্গে সংযোগ লেগে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। এসময় পার্শ্ববর্তী তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ক্ষয়-ক্ষতির পরিমাণ করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, আহত উজ্জ্বল কর্মকারের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভিডিও দেখতে ক্লিক করুন https://fb.watch/eMReDux84B/

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads