ঈশ্বরদীতে পঁচা ও নষ্ট মরিচের গুড়া লাল রং মিশিয়ে বিক্রি, জরিমানা আদায় » Itihas24.com
ঈশ্বরদী২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পঁচা ও নষ্ট মরিচের গুড়া লাল রং মিশিয়ে বিক্রি, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

পঁচা ও নষ্ট শুকনা মরিচ মেশিনে গুড়া করে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাল রং মিশ্রণ করে বিপণনের দায়ে ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুরের আব্দুল আজিজ মোল্লা মসল্লা মিলের মালিক মোঃ সোহেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, আব্দুল আজিজ মোল্লার মিলে শুকনা মরিচের গুড়ার সঙ্গে


তৈরির কাজে ব্যবহৃত লাল রং মিশিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে বিপণনের অভিযোগ ছিল। অভিযোগ পেয়ে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরণ আইনে এ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন জানান, খাদ্যে সামগ্রীর মধ্যে এ ধরনের রঙের মিশ্রণ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযানে উদ্ধার প্রায় এক মণ পঁচা শুকনা মরিচ ও ৭০০ গ্রাম লাল রং ধ্বংস করা হয়েছে।

অভিযানে নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads