জালনোট তৈরীতে জড়িতদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান দাবি » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

জালনোট তৈরীতে জড়িতদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান দাবি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

জালনোট তৈরীর সাথে যারা জড়িত তারা দেশে ও জনগণের শত্রু। তাই জালনোট তৈরীতে জড়িতদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধানের দাবী জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখার আয়োজনে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় তিনি এই দাবি জানান। দেশের অর্থনীতিকে রক্ষা এবং জনগণ যেন অন্যায়ভাবে হয়রানি ও প্রতারণার শিকার না হয় এ লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সোনালী ব্যাংক পাবনার ডিজিএম মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক মোতাহার হোসেন। ব্যবস্থাপনায় ছিলেন সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম। সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার গোলাম কিবরিয়া।
কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads