নাটোরের লালপুর উপজেলায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কিছুক্ষণ ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ ছিল।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার (২৮ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে আব্দুলপুর রেলওয়ে জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়েছিল।নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে কর্মরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।