ঈশ্বরদীতে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ রন্টু (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের রাজাই ব্যাপারীর ছেলে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের বলরামের ঢাল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মোঃ রন্টুকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার নিকট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, মোঃ রন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন