ঈশ্বরদী ট্রাফিকে কর্মরত সার্জেন্ট অপান্বিতা বৈরাগী পাবনা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় অপান্বিতা বৈরাগীকে জেলার শ্রেষ্ঠ সার্জেন্টের পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকুজ্জামান সরকারসহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অপান্বিতা বৈরাগী ঈশ্বরদীতে যোগদানের পর থেকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে লাইসেন্স বিহীন মটর সাইকেল ও হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছেন। সড়কে অবৈধ বাহন চালকদের নিকট খুব পরিচিত মুখ অপান্বিতা বৈরাগী। গাড়ি ও চালকের ক্রুটি পাওয়া মাত্রই তিনি জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
বিজ্ঞাপন