রূপপুর প্রকল্পের গাড়ি চালক সম্রাট হত্যা মামলার মূলহোতা মমিন গ্রেফতার » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর প্রকল্পের গাড়ি চালক  সম্রাট হত্যা মামলার মূলহোতা মমিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানীর পরিচালকের গাড়ি চালক সম্রাট খান হত্যা মামলার মূলহোতা মোঃ আব্দুল মমিন কে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি মোঃ মারুফ হোসেন ২৭ মার্চ সংবাদ সম্মেলনে আব্দুল মমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সম্রাট খান ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা (আলহাজ্ব ক্যাম্প) এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, র‌্যাবের মাধ্যমে আমরা জেনেছি মামলার মূলহোতা আব্দুল মমিন আটক হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত: নিখোঁজের দুই দিন পর ২৫ মার্চ সকালে কুষ্টিয়া-পাবনার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় প্রাডো গাড়ির মধ্যে থেকে চালক সম্রাট খানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এঘটনায় নিহত সম্রাটের বন্ধু উপজেলার বাঁশেরবাদা গ্রামের আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (২২) আটক করে। জিজ্ঞাসাবাদে সীমা খাতুন স্বীকার করে যে সম্রাটকে তিনিই হত্যা করেছেন। আর লাশ বস্তায় ভরে প্রাডো গাড়িতে তুলে স্বামী মমিন নিয়ে যায়। এরপর থেকেই মমিন পলাতক ছিল।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads