ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ঈশ্বরদীতে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় সকাল ৮ টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোডে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এছাড়াও সকালে র‌্যালী, মিলাদ মাহফিল ও রাতে কেক কাটার আয়োজন রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক আলী মালিথা, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহাজাবিন শিরিন পিয়া, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা,   উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, , নারী নেত্রী পারভিন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌফিকুজ্জামান রতন মহলদার, ‍উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নায়েক কাদের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পরে স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবমহিলা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সজীব মালিথা, যুগ্ম আহবায়ক আহসান হাবীব জিতু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে দলটি।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads