ঈশ্বরদীতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১জুন) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সদস্য বছির আহমেদ বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান সহ উপজেলা ও পৌর কমিটির নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এসময় পাবনা-৪ আসনের এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত নেতাদের সদস্য পদ নবায়ন করা হয়।
বিজ্ঞাপন