বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে ঈশ্বরদীতে রথযাত্রায় ভক্তদের ঢল » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে ঈশ্বরদীতে রথযাত্রায় ভক্তদের ঢল

অপুর্ব চৌধুরী, জ্যেষ্ঠ প্রতিবেদক
জুন ২১, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এত ভক্তবৃন্দের উপস্থিতিতে ঈশ্বরদী রথযাত্রা হলো।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে ঈশ্বরদীর কর্মকারপাড়া মাতৃ মন্দিরের আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় রথযাত্রাটি কর্মকারপাড়া মোড় হতে শহরের চাঁদ আলী মোড় প্রদক্ষিণ করে মেইন রোডের স্বর্গীয় শ্রী নরেশ চন্দ্র রায়ের বাসভবনে গিয়ে শেষ হয়। এতে হিন্দু সম্প্রদায়ের হাজারের কাছাকাছি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

রথযাত্রা সম্পর্কে ভক্তরা জানান, ‘এ রথযাত্রার মধ্য দিয়ে জাতিবর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ও সম্প্রতির বার্তা ছড়িয়ে দেয়া। সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা। রথযাত্রায় জগতের অসহিষ্ণুতা বন্ধ করার পাশাপাশি সবার জন্যে শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

রথযাত্রার র‌্যালি শেষে আয়োজকদের পক্ষে কর্মকারপাড়া মাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মাধব চন্দ্র পাল বলেন, ‘এ রথযাত্রা সারা বিশ্বের সম্প্রতি ও ভালোবাসার বার্তা বহন করছে। এ রথযাত্রায় জাতিবর্ণ নির্বিশেষে আমরা অংশগ্রহণ করতে পারি। রথযাত্রায় জগন্নাথ দেব নিজের মন্দির থেকে রাস্তায় বের হয়ে সাধারণ মানুষকে কৃপা দান করেন। রথের দড়িতে কেউ যদি টান দিতে পারে তাহলে তারা পুনর্জন্মে বিশ্বাস করেন।’

উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বিশিষ্ট শিক্ষাবিদ ও পৌর মহাশ্মশানের সভাপতি শ্রী উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুল হক দুদু, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী,  ঈশ্বরদী ইসকন  মন্দিরের প্রতিষ্টাতা কৃপা সিন্ধু রায়, ঈশ্বরদী হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায়,  সাংবাদিক গোপাল অধিকারী, কর্মকারপাড়া মাতৃ মন্দিরের সভাপতি রমেন্দ্র নাথ রায় (বেল্টু), স্বপন কর্মকার।

পৌর মেয়র ইছাহক আলী মালিথা বলেন, ‘এ রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, জাতিবর্ণ নির্বিশেষে শেখ হাসিনা নেতৃত্বে গড়া স্মার্ট বাংলাদেশে অসাম্প্রদায়িক ও সম্প্রতির বার্তা ছড়িয়ে দিতে পারি। আমাদের মধ্যে যেন সম্প্রতি আরও বাড়ে সেই কামনা আমরা করি।’

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম বরাসিয়া, স্কুলপাড়া বারোয়ারী পূজা কমিটির সভাপতি স্বপন রায়, সম্পাদক লিখন কুন্ডু, ঈশ্বরদী হিন্দু বিবাহ নিবন্ধক ও স্কুলপাড়া বারোয়ারী পূজা কমিটির কোষাধ্যক্ষ প্রবীন কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়ার অপুর্ব চৌধুরী, মানিক সাহা, হরে কৃষ্ণ (রেনেসা মন্দিরের) বিকাশ কুন্ডু, দিপু কুন্ডু, ভক্তসেবা সংঘের বাদল মালাকর, কিশোলয় সংঘের গোবিন্দ কর্মকার, সাধারণ সম্পাদক সঞ্জু রায়, তপু কর্মকার, গোপাল কর্মকার, অংশুমান কর্মকার, প্রশান্ত কর্মকার, রতন প্রমূখ।

এদিকে রথযাত্রার র‍্যালিকে কেন্দ্র করে ঈশ্বরদী পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশ সদস্য রথযাত্রায় নিরাপদে সমাপ্ত করতে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads