বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্নিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) ঈশ্বরদী উপজেলা শাখার প্রাক নির্বাচনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিপিএইচসিডিওএ ঈশ্বরদী উপজেলার সভাপতি ডাঃ শফিকুল ইসলাম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ পাবনা জেলার সভাপতি শফিকুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বিপিএইচসিডিওএ পাবনা জেলার সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু।
স্বাগত বক্তব্য রাখেন,বিপিএইচসিডিওএ ঈশ্বরদী উপজেলার সাধারন সম্পাদক মোঃ শিমুল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বিপিএইচসিডিওএ পাবনা জেলার উপদেষ্টা মাহাবুবুর রহমান, পাবনা জেলার সহ-সভাপতি ডাঃ আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আতাউর রহমান, বিপিএইচসিডিওএ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার, বিপিএইচসিডিওএ সাথিয়া উপজেলা শাখার সভাপতি সেলিম উদ্দিন, বিপিএইচসিডিওএ পাবনা জেলার কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ও শামসুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিএইচসিডিওএ ঈশ্বরদী উপজেলা শাখার সহ-সভাপতি আতাউর রহমান বাবলু।