মাতৃছায়া কিন্ডারগার্টেনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাতৃছায়া কিন্ডারগার্টেনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলা (আলহাজ্ব ক্যাম্প-ইস্তা রোডে) অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘মাতৃছায়া কিন্ডারগার্টেনে’র ঈদ পূর্ণমিলনী বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী শরিফুল ইসলাম বিশ্বাস, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থা যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ প্রমূখ।

মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মাহফুজুর রহমান শিপন, বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, গ্লোবাল টিভির প্রতিনিধি ইয়াছিন আলী, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি শিশির মাহমুদ, সাংবাদিক রিমন হোসেন, যুবলীগ নেতা জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য নিশাত জামান অমি, স্বেচ্ছাসেবকলীগ নেতা টমাস, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল হাসান তারেক প্রমূখ।

দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান নানা আয়োজনে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পূর্ণমিলনী অনুষ্ঠানে কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team