ঈশ্বরদীতে চারটি বসতঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, বহরপুর গ্রামের সুজন শেখ ও রনি শেখ সহ চারটি দরিদ্র পরিবার টিনশেডের বসতঘর নির্মাণ করে বসবাস করেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা আরো তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মকলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে চারটি টিনশেড বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ঈশ্বরদী ইউনিট ও গ্রীণ সিটি মর্ডাণ ফায়ার সার্ভিসের ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।