বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ঈশ্বরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করা হয়।
ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও চর্চাকে অব্যাহত রাখতে জাতিসংঘ এই দিবস পালন করে থাকে।
দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিএসআরআই এর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান পাঞ্জাব। প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা, বিএসআরআই এর পরিচালক ড. ইসমত আরা, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা, উপদেষ্টা রমেন্দ্র নাথ চক্রবর্তি।
সঞ্চালনা করেন সমন্বয়কারী দলোয়ার হোসেন ডিলু।