জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যাকান্ডের প্রধান ষড়যন্ত্রকারী খন্দকার মোস্তাক আহমেদের কুশপুতুল দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বুধবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় ঈশ্বরদী পৌর শহরের রেলগেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের হত্যাকান্ডের পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি কার্যকরের দাবিতে বিক্ষোভ ও পথসভা শেষে কুশপুতুল দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী পৌর শাখা।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী পৌর শাখার সভাপতি মেহেদী হাসান রাতুলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএস মাসুদ রানা, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সজিব মালিথা, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য নিশাত জামান অমি, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ তারেক, নাহিদ হোসেনসহ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
আলোচনা সভা সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার শীল।