বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে রবিউল ইসলাম জিহাদ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর চরকুড়লিয়া গ্রামে পদ্মার শাখা নদীর সুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। জিহাদ চরকুড়লিয়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে ও ওসাকা বৌটুবানী পাঠশালার পঞ্চম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, জিহাদ বন্ধুদের সঙ্গে দুপুরে সুইস গেটে নিকট পদ্মার শাখা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা এক ঘন্টা খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে।
লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে জিহাদ নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, জিহাদের মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।