দাশুড়িয়া ডিগ্রি কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক (অব:) স্বপন কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক রেজাউর রহিম বাবু, অঞ্জনা কর্মকার, সাপ্তাহিক পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকু। মানপত্র পাঠ করেন প্রভাষক আজিজা আকতার সুইটি ও শিক্ষার্থী তামান্না খাতুন। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান,সহকারী অধ্যাপক আফজাল হোসেন, সহকারী অধ্যাপক নুরুজ্জামান, প্রভাষক মুশফিকুর রহমান রন্টু প্রমূখ।
বিজ্ঞাপন