আমেরিকা যার বন্ধু তার শত্রুু দরকার নেই- ঈশ্বরদীতে সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি » Itihas24.com
ঈশ্বরদী২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

আমেরিকা যার বন্ধু তার শত্রুু দরকার নেই- ঈশ্বরদীতে সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৩ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেছেন,
দেশের বর্তমান রাজনীতি এখন আমলা, ব্যবসায়ী ও বিদেশীদের হাতে বন্দি। আওয়ামী লীগ প্রায় ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা এখন পুরোপুরি আমলা ও ব্যবসায়ী নির্ভর। আমেরিকা এদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে। তারা কখনো এদেশের গণতন্ত্র সংহত করতে চাই না। তারা চায় নিজেদের আধিপত্য বিস্তার করতে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রাধান্য বিস্তার করতে। বাঙালীদের মনে রাখতে হবে আমেরিকা যার বন্ধু তার শক্রুর দরকার নেই। যারা মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষের বিরোধীতা করে পাকিস্তানীদের সহযোগিতা করেছিল। সেই আমেরিকা কখনো এদেশের মানুষের বন্ধু পারে না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী প্রেসকাব মিলনায়তনে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিমের নাগরিক স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন খুলে লুটপাট চালিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যবসায়ী ও আমলারা লুটপাট করছে। ব্যবসায়ীদের আধিপত্য এতো বেশি যে, বর্তমান সংসদের শতকরা ৬২ ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী।

ঈশ্বরদী নাগরিক কমিটি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সভাপতিত্বে  নাগরিক স্মরণ সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ত.ম শহিদুজ্জামান নাসিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, কমিউনিস্ট নেতা আব্দুর রাজ্জাক, কমরেড সালফি আল ফাত্তাহ,  আহসান হাবীব,  ডাঃ অলোক মজুমদার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads