‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনার সভার মধ্য ঈশ্বরদী ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত করা হয়েছে।
এ উপলক্ষ্যে ইক্ষু গবেষনা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৫অক্টোবর) সকাল ১০টায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান শিক্ষক হাসানুরজ্জামান বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের গারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
এসময় স্কুলের আলোচনা সভায় শিক্ষক- শিক্ষার্থী ও স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন