ঈশ্বরদীতে চলন্ত ট্রাকের ওপর ভেঙ্গে পড়লো গাছ » Itihas24.com
ঈশ্বরদী২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে চলন্ত ট্রাকের ওপর ভেঙ্গে পড়লো গাছ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে চলন্ত ট্রাকের ওপর ভেঙ্গে পড়েছে বড় বটগাছ ভেঙ্গে পড়েছে। এতে ট্রাকের ক্ষয়-ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীণ সিটির সামনের ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেনে রূপপুর গ্রীণ সিটি মর্ডাণ ফায়ার সার্ভিসেরে সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন।

নতুন হাট গোলচত্বরের হোটেল ব্যবসায়ী ইসলাম হোসেন বলেন, যেভাবে ট্রাকের ওপরে গাছ উপড়ে পড়েছে তা খুব ভয়াবহ। আল্লাহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে বাঁচিয়েছে। বিশাল এ বটগাছের গোড়ায় পঁচন ধরেছিল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছের গোড়ার মাটি নরম হয়ে উপড়ে পড়েছে। এধরনের গাছ এ সড়কের আরো বেশ কয়েকটি আছে। এগুলো দ্রুত কেটে ফেলা দরকার।

ট্রাক চালক মোতালেব হোসেন বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই গাছ ট্রাকের ওপরে এসে পরলো। এক সেকেন্ডের ব্যবধানে প্রাণে বেঁচে গেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

রূপপুর গ্রীণ সিটি মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মালবাহী একটি ট্রাক আইকে রোড হয়ে ঈশ্বরদী শহরের দিকে যাচ্ছিল। পথে রূপপুর গ্রীণ সিটির সামনে একটি বিশাল বটগাছ উপড়ে ট্রাকের উপরে পড়ে। এসময় বটগাছের বড় দুইটি ডালে ট্রাক আটকে যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। সকাল সাড়ে ১১টার দিকে ট্রাকের ওপরে থাকা ডাল দুইটি সরানো হয়। পরে সড়কের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads