কমরেড জসিম উদ্দিন মন্ডলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীসোমবার, ২ অক্টোবর ২০২৩


কমরেড জসিম উদ্দিন মন্ডলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

রনজন কুমার
অক্টোবর ২, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, বাম রাজনীতিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য জসিম উদ্দিন মণ্ডলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

উপজেলা ও জেলা সিপিবি এবং পরিবারের উদ্যোগে আজ সকাল ৮ টায় ঈশ্বরদীর কেন্দ্রীয় গোরস্তানে জসিম মণ্ডলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া এ দিন বিকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ( সিপিবি) শুধু উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব মিলানায়তনের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃথিবীর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ইসমাইল হোসেন, সিপিবির পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক কমরেড সালফী আল ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কমরেড আহসান হাবিব, কমরেড এস এম মিজানুর রহমান, কমরেড জাহিদুল ইসলাম রিপন। সভাপতি তো করবেন কমরেড শওকত আলী পরিচালনা করবেন কমরেড অলোক মজুমদার।

উল্লেখ্য, উপমহাদেশের কিংবদন্তি প্রখ্যাত শ্রমিক নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কাতারের সংগ্রামী যোদ্ধা, পাকিস্তান আমলে কায়েমি স্বার্থবাদী শাসক, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের সাহসী যোদ্ধা, পাকিস্তান আমলে এক যুগের বেশি জেল জীবন আত্মগোপন এই সাহসী যোদ্ধা স্বাধীন বাংলাদেশের ২০১৭ সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য, সর্বশেষ পার্টির উপদেষ্টা মন্ডলের সদস্য ও ঈশ্বরদীর কৃতি সন্তান কমরেড জসিম উদ্দিন মন্ডল ছিলেন।

২০১৭ সালের ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম মণ্ডল।