রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকায় পৌঁছেছে - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩


রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকায় পৌঁছেছে

বিশেষ প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র।

তিনি জানান, দুপুরেই রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছে। প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানিকৃত এ পারমাণবিক জ্বালানি সড়ক পথে নেয়া হবে রূপপুরে। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি চালান দেশে আসবে। এই সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি যে পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ আজ বৃহস্পতিবার বাংলাদেশের কাছে জ্বালানি সনদ হস্তান্তর করবে রাশিয়া।