ঈশ্বরদীতে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপিত » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বরদীতে দিনব্যাপী ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হয়েছে। পারমাণবিক তথ্য কেন্দ্রের আয়োজনে ‘নিউক্লিয়ার ডে’ উপলক্ষে ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গনে নিউক্লিয়ার টেন্ট স্থাপন করা হয়।

নিউক্লিয়ার টেন্টে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে জনসাধারণের জন্য বিভিন্ন মজাদার বিজ্ঞান ভিত্তিক খেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ এবং পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটিকে ‘নিউক্লিয়ার ডে’ বা পারমাণবিক দিবস হিসেবে পালন করা হচ্ছে।

ঈশ্বরদী পারমাণবিক তথ্য কেন্দ্র প্রতিবারের মতো এবারেও এই দিনটিকে ঘিরে জনসাধারণের সাথে যোগাযোগ বাড়ানো এবং নিউক্লিয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads