নাশকতার ভয়ে পশ্চিমাঞ্চলের দুই ট্রেন বন্ধ ঘোষণা » Itihas24.com
ঈশ্বরদী৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

নাশকতার ভয়ে পশ্চিমাঞ্চলের দুই ট্রেন বন্ধ ঘোষণা  

রনজন কুমার
ডিসেম্বর ২২, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নাশকতা ভয়ে পশ্চিমাঞ্চলের দুটি ট্রেন সহ আপাতত ছয়টি ট্রেন বন্ধ  ঘোষণা করা হয়েছে।  পশ্চিমাঞ্চলের ট্রেন দুটি হলো- রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরর্দী থেকে রহনপুর পর্যন্ত  চলাচলকারী আই আর ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন দুটির চলাচল বন্ধ ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য জানান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। আমরা ট্রেনটির নিরাপত্তা দিতে পারছি না।

নিরাপত্তার কারণে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। ট্রেনযাত্রা নিরাপদ করতে যা যা করার দরকার আমরা সেটি করছি।’

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads