পঁচা ও বাসী মিষ্টি বিক্রির দায়ে ঈশ্বরদীর পাল সুইটসকে জরিমানা » Itihas24.com
ঈশ্বরদী২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

পঁচা ও বাসী মিষ্টি বিক্রির দায়ে ঈশ্বরদীর পাল সুইটসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

 নোংরা পরিবেশে ছত্রাক পড়া পঁচা ও বাসি মিষ্টি বিক্রির অপরাধে ঈশ্বরদীর পাল সুইটসকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও সুজন স্টোরে কালার চিপস বিক্রয় করার অপরাধে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেট সংলগ্ন পাল সুইটস্ এবং সুজন স্টোরে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পাল সুইটস্ এর মালিক মাধব চন্দ্র পালের নিকট হতে পাঁচ হাজার টাকা এবং সুজন স্টোরের মালিকের দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান, পাল সুইটসে অভিযান চালিয়ে নোংড়া পরিবেশে ছত্রাক পড়া পঁচা ও বাসী মিষ্টি জব্দ করা হয়। দোকানের মিষ্টি ও মিষ্টিজাত পণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads