আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাকশী ইউনিয়নের রুপপুর জিগাতলা মোড়ে ৬ নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধনী করা হয়েছে।
শনিবার বিকেল পাঁচটার দিকে রুপপুর জিগাতলা মোড়ে যুবলীগের আয়োজনে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। ফাহাদ হাসান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের নৌকার কান্ডারি গালিবুর রহমান শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সানোয়ার মালিথা,জামিরুল ইসলাম,মিলন আহমেদ সানি,আজাদুল মালিথা প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন তানভীর আহমেদ,তানভীর রানা,হৃদয়, রনি,সিনহা, রলিপ,ইমন, রাহুল, শান্ত সোহান,জীবন আলী, জিসান, তুষার, কাওছার প্রমুখ।
বিজ্ঞাপন