আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু: আসাদুজ্জামান এ প্রতীক বরাদ্দ দেন।
এর আগে সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।
উল্লেখ্য’ পাঞ্চাব আলী বিশ্বাস ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে রয়েছেন।
বিজ্ঞাপন