মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে দুই দিন ব্যাপী‘ উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে সুনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পাবনা জেলা আঃলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রাজু, পূর্বাশা ফুড এন্ড বেভারেজের এমডি শামিম হোসেন।
দৈনিক বাংলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও স্ককাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান, দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, দৈনিক আমার সংবাদ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সবুজ দেওয়ান, দৈনিক মুক্ত খবর পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি শিশির মাহমুদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খায়রুল এগ্রোফুড, ইসতাজ গেমিং জোন, ফেন্সি লেডিস কর্ণার, আরিয়া ফ্যাশন, চকলেট গ্যালারি, কারুপল্লী, পূর্বাশা ফুড এন্ড বেভারেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তৈরী পণ্য সমাহার নিয়ে মেলায় স্টল দিয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম তুফান সরদার
বিজ্ঞাপন