বিজয় স্তম্ভে ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার শ্রদ্ধা নিবেদন » Itihas24.com
ঈশ্বরদী১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

বিজয় স্তম্ভে ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার শ্রদ্ধা নিবেদন

রনজন কুমার
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদী বিজয় স্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার সদস্যবৃন্দ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে পৌর শহরের  আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভে ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার আহবায়ক আসাদুজামান আসিফ,  উপদেষ্টা শেখ মহসীন, আহবায়ক সদস্য মাহফুজুর রহমান শিপন, স্থায়ী সদস্য খালেদ মাহমুদ সুজন, শিশির মাহমুদ, উজ্জল প্রধান, আলিফ হোসেন, ডাঃ মাসুম হাসান,  আবুল কালাম আজাদ, আবুল কামাল আজাদ সাঈ,,  রাশেদুল ইসলাম রাসেল, রিমন হোসেন, লিমন হোসেন, ফিরোজ মাহমুদ প্রমূখ।

১৬ ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন। বিজয়ের ৫২ বছর পূর্তি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় লাল-সবুজের দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে জায়গা পায় বাংরাদেশের মানচিত্র। লাখো বাঙালির আত্মত্যাগের বিনিময়ে এসেছে এ বিজয়। লাখ লাখ মানুষের উৎসর্গিত জীবন, মা-বোনের লুণ্ঠিত সম্ভ্রমহানি ও শ্রেষ্ঠ সন্তানদের খুনের দামে পাওয়া এ স্বাধীনতা।

এ দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমেই ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া স্বাধীনতার লড়াই বিজয়ের পূর্ণতায় ধরা দেয় বাংলার মানুষের কাছে। এর আগে ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনী এদিনে যৌথবাহিনীর (মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড) কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads