বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর পাঁচ নারী » Itihas24.com
ঈশ্বরদী২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর পাঁচ নারী

রনজন কুমার
ডিসেম্বর ৯, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ঈশ্বরদীর পাঁচ কৃতি নারীর হাতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচজন নারীকে সম্মননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষক কর্মকর্তা নাজনিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জয়িতা সম্মননা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার টি.এম. রহসীন কবির , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়ার ফেরদৌস কাকলী, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ।

অনুষ্ঠানে উপজেলার পাঁচজন সফল নারীকে জয়িতা সন্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জোসনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মমতাজ বেগম, সফল জননী নারী হুসনেআরা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. রোহানী সাবরিন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. রিন্তু খাতুনকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads